প্রেম মনেতে বাঁধলে বাসা ছাড়া নাহি যায়
বিষ পানে প্রাণ পাখি করে হায় হায় ।
পেছনে যেতে মানা
সম্মুখে দস্যুর হানা ।
উৎ পেতে আছে রাক্ষসের দল
এহেন সময় তোরা কি বলবি বল ।
পড়ে গিয়ে পেষণ হচ্ছি যাতা কলে
বাতাস এখন নাড়ায় আড়ালে মগ ডালে ।
ঝাপটা বাতাসে যাই পিছিয়ে
স্থিতি আবার দেয় ফিরিয়ে ।
মনের ক্লান্তির রেখা
চেহারায় যায় দেখা ।
মন পবনের রাস্তা বড্ড আঁকা বাঁকা
নিরবে নিভৃতে কাঁদে একা একা ।
জানে অন্তর জামি আমিতো নেই আমি
মায়াময় ভালোবাসা সকলের চেয়ে দামি ।
বন্ধনের নিবন্ধন স্বর্গলোকে হয়
দু জনার মাঝে হয় প্রেমের প্রত্যয় ।
ভালোলাগা দোলা দেয় দু’টি মনে
প্রেমের সুর বাজে আবেগের ক্ষণে ।
ফুল বাগানের পাপড়িতে ফুটে গোলাপ
ভ্রমর এসে চুপি চুপি করে যায় আলাপ ।
ফুলের গন্ধে বাগান থাকে মুখরিত
মধুর সন্ধানে মালি হয় প্রতারিত ।
সজীবতা দেখে যায় না বুঝা
মনের কালি দূর করতে পারে কি ওঝা ?
ধরিলে তব মনের ব্যাথায়
মাটির দেহ শুধু কাত্রায় ।
চারপাশ থেকেও জেন নেই
মন মাঝি হারিয়েছে তার খেই ।
অদৃশ্য মনে হয় সম্মুখের সব কিছু
দুঃচিন্তা উড়ে উড়ে নিচ্ছে পিছু ।
কাজের মধ্য ডুবে ক্ষণিকের ভুলে থাকা
অস্তিত্বের সাথে যুদ্ধ রক্তাক্ত একা একা ।
সময়ের গহ্বরে হয় মতিভ্রম
সম্পর্কের ছেদন বিন্দুতে নিষ্ফল শ্রম ।
ভালোবাসার সুতোয় গড়া প্রেমের প্রাসাদ
মধুর কণ্ঠের তিক্ত কথায় জড়ো হয় বিষাদ ।
জলকেলি খেলার লোকের নেই অভাব
আধুনিক সমাজে যাদের বড্ড প্রভাব ।
গাছের আগায় পানি দেয়, গোঁড়াতে দেয় করাত
একে অন্যের সাথে জড়িয়ে করায় সংঘাত ।
কৃত কর্মের মঙ্গলার্থে দুরন্ত পথ চলা
একান্ত কিছু কথা কভু যায় না কাহারে বলা ।
২২/০৫/২০১৬ ইংরেজি ।