ব্যস্ত জন মনে স্বপ্নের রাজপথ
ক্লান্তি বেদনায় জীবনের দ্বৈরথ ।
তাল পাতার ফাঁকে সূর্যের আলো
উঁকি দিয়ে বলছে লগ্ন গেলো ।
ঝুলিতে নিয়েছ কি আপন রসদ ?
ব্যত্যয়ে সম্মুখে মারাত্মক বিপদ !
ভ্রমের আলোক সজ্জায় মত্ত
মোহের তাড়নায় দিক ভ্রান্ত !
জরাজীর্ণ সংক্ষিপ্ত সময়ের সফর
অন্ধকারের ভেতর আলোর কদর ।
অবসাদেও আগামীর স্বপ্ন বুনে
প্রহর গুনছি ধরণীর এক কোনে ।
১ লা বৈশাখ ১৪২২ ।