হরিত পত্রের তড়িত সমারোহ
পাল্টে দিয়েছে প্রকৃতির প্রবাহ ।
চোখ জুড়ানো সবুজের অবগাহন
নীরবতায় কৃত্তিমতা হচ্ছে নিবারণ ।
ফিরে যাচ্ছে চারিধার শান্তির ছায়াতলে
পক্ষীকুলের অবাধ বিচরণ ধরাতলে ।
নদীর জলে খেলছে মাছ ঐ সুদূরে
লতাগুল্ম মেলছে ডানা সোনালি প্রান্তরে ।
ভোর ৫ টা ৪০ মিনিট,
১৮ জুন ২০২০ ইং, ৪ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,
২৫ শাওয়াল ১৪৪১ হিজরী । ভালুম,ধামরাই, ঢাকা ।