ফিরিঙ্গি নায়ের মাঝি বৈঠা যার অকৃত্রিম বন্ধু
রক্ত ঘামে বেলা গড়ায় স্বপ্নে দেখে সিন্ধু ।
বিস্তৃত ঘন অরণ্যে অথবা উন্মুক্ত জন মানবের ভীরে
ক্লান্ত পথিক প্রশান্তির খুঁজে ফিরে আপন নীড়ে ।

চলার পথে সখ্যতায় সুপ্রিয় বন্ধু আপন জন
পার্থিব আরাম আয়েশে মত্ত ভৃত্য স্বজন ।
স্রষ্টার সৃষ্টির সন্ধানে ক’জনা ব্যস্ত রজনী পরে
একদিন ফিরে যেতেই হবে তার গৃহ দ্বারে ।

কর্মের প্রয়োজনে ঘুরে ফিরে দূরে দূরে
উন্নত জীবন ব্যবস্থার আশায় পথে প্রান্তরে
অধিকাংশ সময় ফুরিয়ে হায় হায় অবস্থা,
কিঞ্চিত কর্মে কর্তার সান্নিধ্য নয়তো সস্তা ।  

যে দিয়েছে আপন মহিমায় জন্ম পৃথিবী পরে
তাহার প্রেরিত বাণীতে রহিত সুখ, সত্যের ঘড়ে ।  
মানব শরীরে স্রষ্ঠার সৃষ্টির নিখুঁত নিদর্শন
দ্যুতিময় অন্তর দৃষ্টিতে মিলে তাহার দর্শন ।      

হেলায় হারিয়ে খোঁজ না মন শান্তির পোতাশ্রয়  
চলার পথেই নিহিত আছে সত্যের আশ্রয় ।
সত্য সন্ধানে তৃষ্ণার্ত অন্তর পায় সরল পথের দিশা
আলোয় আলোকিত হয় অন্ধকার অমানিশা ।


২২শে মে, ২০২১ ইং,
রাত ২টা ২৮ মিনিট । ঢাকা ।