মনের মধ্যে আসে না
চোখের সামনে ভাসে না
দূরে দূরে থাকে পরী
সে নয়তো আপন নারী ।
তুমি থাক অনেক দূরে
আমি নিঃস্ব ভবঘুরে ।
হাওয়ায় উড়ো পাখির মত
দমিয়ে নিয়ে মনের ক্ষত ।
ভুলে ভুলে বাড়ে দেনা
যায় না দেখে মানুষ চেনা ।
তিক্ততায় ভরা সিক্ত অভিজ্ঞতা
ক্ষুধার তাড়নায় অর্থের দীপ্ত ক্ষমতা ।
০৭ ফাল্গুন ১৪২২ বঙ্গাব্দ, ১৯/০২/২০১৬ ইংরেজি ।