অনেক দিন পর তোমার সাথে কথা হল
বিরতি মাঝে মাঝে কাছে টানে আবার
কখনও কখকও, যোজন যোজন দূরে নিয়ে যায়
তোমার ক্ষেত্রে কি হয়েছে বুঝতে পারছি না ।
হয়তো সামনে আছ বলে উপলব্ধিতে আসছে না
চিন্তার সাগরে ওভাবে ঢেউ খেলছে না ।
তুমি চলে গেলে হয়তো ঢেউ গুলি আছড়ে পড়বে কিনারে
নুনা জলের পলিতে ভরিয়ে দেবে দখিণা দোয়ার ।
সূর্যের তাপে বালি দানা হীরার মত চিক চিক করবে
বাতাসে তোমার উড়নার আঁচল আর উড়বে না এ আঙ্গিনায় ।
গন্তব্যের শেষ সীমানায় যেতে হবে ভিন্ন ভিন্ন পথে ।
কয়েদিদের চার পাশের আবদ্ধ দেয়ালের মত
সীমানা প্রাচীর অনেক আগেই তুলেছ তুমি ।
খন্ডিত করেছ চলার রাস্তা দু হাতে যত্ন করে
যাতে অন্ধকারের রেশ না পরে তোমার ঘরে ।
সেই ভাল তুমি থাক আলোর ভূবনে
শীর্ণ মনে আশায় বুক বেধে খানিক রশ্মির সন্ধানে
বহমান স্রোতের মত ক্ষয়ে যাচ্ছে জীবন
তবু, ক্ষণিকের মোহে প্রকৃতিতে চলে আলোড়ণ ।
১২/১১/২০১৫ ইংরেজি ।