তোমায় নিয়ে স্বপ্ন দেখা হয়নি
হারিয়ে যাইনি মনের কল্পিত রাজ্যে ।
হাতটি ধরে হাটিনি পিচ ঢালা পথে
বকুল কাননে ঊষার গগনে,  
তোমায় নিয়ে বেড়াতে যাওয়া হয়নি
নদীর তীরে শান্ত নীড়ে গলা ছড়ে গান গাওয়া হয়নি ।
গ্রামের মেঠু পথে, দৃষ্টি নন্দন শরিষার মাঠে  
তোমা নিয়ে সেলফি তোলা হয়নি ।
কাঁশ বাগানের শাদা ফুলের থোকা থোকা সারিতে
তোমায় নিয়ে বেড়াতে যাওয়া হয়নি,
নৌকার মাস্তুলে তোমায় নিয়ে ছবি তোলা হয়নি ।
এপার থেকে উপারে যাওয়ার পথে
ডিঙ্গি নৌকা হতে নামার সময়
তোমায় নিয়ে নদীর কাদায় হাটা হয়নি ।
বিস্তৃর্ণ সবুজের মাঝে তোমায় নিয়ে
হারিয়ে যাওয়া হয়নি ।
পাহারের গিঁড়ি খাঁদে শান্ত সুনিবির ঝর্ণায়  
তোমায় নিয়ে স্নান করা হয়নি ।
ঝুলন্ত ব্রীজে তোমায় নিয়ে দোল খাওয়া হয়নি ।
উত্তাল সাগরের গর্জনে ঢেঊয়ের সাথে
তোমায় নিয়ে ভেসে বেড়ানো হয়নি ।
তোমায় নিয়ে স্বপ্ন দেখা হয়নি
হবে কি ? হয়তোবা অথবা নয়তো,
এই প্রশ্ন বার বার বুকের মধ্যে বিধছে  বুলেটের মত
আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হৃদয়ের ক্ষত ।  
তোমায় নিয়ে স্বপ্ন দেখা হবে কি ?
ধুম্রজালের ভেতর অলক্ষ্যে থেকে যাবে  
প্রশ্নবোধক চিহ্নের অপ্রাপ্তির ছায়া ।    


১0/১১/২০১৫ ইংরেজি ।