একাকি মাঝ রাতে রাজ পথে
তোমায় নিয়ে বেড়াতে বের হতাম
রাস্তার সোডিয়াম আলোয়
তোমায় দেখেতে মনে হত ভিন গ্রহের পরী ,
এই বুঝি এলে তুমি রংঙের ভুবন ছারি ।
গলা ছেরে গান গাইতে সুরেলা কন্ঠে
আমি একনিষ্ঠ স্রোতা মুগ্ধতায় বিভূর হতাম,
কবিতা সুন্দর আবৃত্তি করতে ।
একটু ক্লান্ত হলেই ফুটপাতের ধারে বসে
গল্পের সাথে বাদাম খাওয়া বেশ উপভোগ করতে তুমি ।
রাতে দুজনার দুটি হাত ধরে
পথের মাঝ রেখা বরাবর
গুটি গুটি পায়ে এগিয়ে যেতাম
লক্ষ্যহীন অনির্দিষ্ট গন্তব্যে ।
আকাশের তারারা দেখে মিটি মিটি হাসত
কখনো কখনো আলোর প্রদীপ ছোড়ে দিত দুষ্টুমী করে
আগ্রহভরে দেখতাম সেই আলোক বিচ্ছুরণের দৃশ্য
ঐ দেখ ঐ দেখ ধূমকেতু বলে উচ্ছ্বসিত হতাম ।
তারাদের সাথে সাথে চাঁদ মামাও ছড়িয়ে দিত
রুপালী আলো আমাদের মাঝে
মাঝ রাতে রাজ পথে ।
১০/১১/২০১৫ ইংরেজি, ২৩ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ ।