আলো নিভু নিভু হৃদয়ের লন্ঠন
অন্তরে বসে তৈরি করছ অদৃশ্য বন্ধন ।
গুন গুনিয়ে গান গাও মনের ঘড়ে
ধূম্রজালে বর্তমান তোমায় ঘিরে ।
দ্বিখন্ডিত হৃদয়ে বাজে অবসাদের বাঁশি
আনমনে কেটে যায় দিবা নিশি ।
কড় গুনে দেখছে পন্ডিত ঋষি
আর কতটা লম্বা দ্বৈরথের রশি ।
অনুভূতির গায়ে লেগেছে দোলা
ইচ্ছে করে ও যায় না ভোলা ।
অন্ধকার ঘড়ে ছিল মজবুত তালা
আলোর সন্ধানে ভেঙ্গে বেড়েছে জ্বালা ।
সাগর রেলের রাস্তা দৃশ্যত উঁচু নিচু
মন হাঁটছে মায়া হরিণের পিছু পিছু ।
সদা হাজির হও হৃদয়ের ঘন্টি বাজিয়ে
তবে কি, একান্ত আমি যাচ্ছে হারিয়ে ?
০২/১২/২০১৫ ইংরেজি, ১৮ অগ্রাহায়ন ১৪২২,
১৯ সফর ১৪৩৭ ।