ধরনী ঘুরে দেখ অর্থের দাপট সদা শীর্ষে
চলন্ত বর্তমান আধুনিকতার উৎকর্ষে ।
নতুন প্রযুক্তিতে পরিবর্তনশীল সমাজ
মানব হতে মানবতা দূরে হারাচ্ছে তাই লাজ ।
শিক্ষার ভেতর সরল বিভক্তিতে নৈতিকতার স্খলন
চাল নেই চুলো নেই ওদের বড্ড আস্ফালন ।
ভাব প্রকাশে বিধি নিষেধ লাগাম টেনে ধর
যেন, অন্যের সাথে হয় না বিভেদ মানবতাই বড় ।
রাস্তায় পদযোগল চলে অংক কষে কষে
অজান্তেও স্পর্ষ হলে রোলারে দেবে পিষে ।
রীতির ভেতর শিষ্টাচারের কেমন যেন অভাব
দুর্নীতির পোষাক পড়ে জন সম্মোখে সুন্দর মনোভাব ।
ওরা টাটকা টাটকা বাজার করে ফর্মালিনের ভাগার
দিন মুজুর কৃষকের...একটু ক্ষুধা মেটাবার আবদার ।
ফল সবজিতে কেমিকেলের অবাধ বিচরণ
বোবা সমাজে... নীতি নির্ধারকের হৃদয়ের ক্ষরণ ।
ধ্বংস করবে কত বাজার সাফাই করে,
বন্ধ কর দরজা, যেন ওসব আর না আসে ঘড়ে ।
২৯/১১/২০১৫ ইংরেজি ।