ভালোবাসা একটা অনুভুতির নাম
ভালোবাসা দূর গ্রামের প্রিয়ার পত্রের খাম ।
ভালোবাসা একটা আবেগের নাম ।
ভালোবাসা শক্ত হাতে কর্মের ঘাম ।
ভালোবাসা বিশ্বাসের পূর্ণাঙ্গ রূপ
ভালোবাসা একটা জীবন্ত দগ্ধ কুপ
ভালোবাসা মনের গহীনের রঙ্গিন ফানুস
ভালোবাসা অস্তিত্ত্বের মাঝেই পরবাস ।
ভালোবাসা একনিষ্ঠ আস্থার প্রতীক
ভালোবাসা সম্পর্কের শেকড় গড়ে নির্ভিক
ভালোবাসা অদৃশ্য দেয়ালের সেতু বন্ধন
ভালোবাসা মায়ার জালের নিভৃত ক্রন্দন ।
ভালোবাসা এক অদ্ভুদ আত্মীক সম্পর্কের বেণী সুতার মালা
ভালোবাসা অজান্তেই তৈরি করে হৃদয়ের জ্বালা ।
ভালোবাসা নিরঙ্কুশ আহ্লাদের ঢেউ
ভালোবাসা যার ছুঁয়া হতে রেহাই পায় না কেউ ।
ভালোবাসা এক অদৃশ্য শক্তির বলয়
ভালোবাসা যার আবর্তে হয় জীবনী শক্তির ক্ষয় ।
ভালোবাসা শাণিত সম্পর্কে অতি নিপূঁণ
ভালোবাসা যত্নে গড়ে মায়াময় ত্রি ভূবন ।
ভালোবাসা জাগিয়ে তুলে সুপ্ত শক্তির আধার
ভালোবাসা তৈরি করে সুখের সংসার ।
ভালোবাসা একটি শক্তি, শ্রদ্ধা, আস্থা, প্রেম,
ভালোবাসা একটি অনুভুতি, মায়াবী মানবতার মনোহরী নাম ।
ভালোবাসা যার পরশে দ্যুতি ছড়ায় জগৎ মাঝে
ভালোবাসা যার চেতনায় নতুন উদ্দিপনা জাগে সকল কাজে ।
ভালোবাসা সর্বপোরী স্বর্গীয় সুধা
ভালোবাসা পিপাসার্ত হৃদয়ে মিটায় তৃষ্ণার ক্ষুধা ।
ভালোবাসা মানে আপন স্বত্ত্বায় উপলব্ধি
ভালোবাসা মানে একে অপরের সাথে আত্মার সন্ধি ।
ভালোবাসা শরীরের পুলকিত শিহরণ
ভালোবাসা প্রিয় মানুষের মাঝে স্বেচ্ছায় সমর্পণ ।
ভালোবাসা মায়ার জালের অদৃশ্য বন্ধন
ভালোবাসা একটা অনুভুতি, নোনা জলের বিসর্জন ।
ভালোবাসা একটা সবুজ স্বপ্নীল ছন্দ
ভালোবাসা যেখানে থাকে না কোন বৈপরীত দন্দ ।
ভালোবাসা প্রাণের অমোঘ আকুতি
ভালোবাসা ভেতরের লুকায়িত ফুর্তি ।
ভালোবাসা অপরের সুখে আত্মতৃপ্তি
ভালোবাসা বিজয়ের ক্ষণে উল্লাসিত সন্তুষ্টি ।
ভালোবাসা মানে একাত্ম হয়ে সম্মুখ পানে যাওয়া
ভালোবাসা মানে শান্তির আবেশ পাওয়া ।
ভালোবাসা শিশুর ফুট ফুটে মুখের মিষ্টি হাসি
ভালোবাসা ছোট্ট মনের আনন্দ রাশি রাশি ।
ভালোবাসা শাণিত প্রেমের নির্দিষ্ট কেন্দ্র বিন্দু
ভালোবাসা যোগায় শক্তি, পাড়ি দিতে বিস্তর সিন্ধু ।
ভালোবাসা কবির কল্পিত জগৎ
ভালোবাসা ন্যায় অন্যায়ের দ্বৈরথ ।
ভালোবাসা শিল্পির আঁকা ধরিত্রীর প্রকৃতি
ভালোবাসা মানব মনের অফুরন্ত ইতি ।
২০/১১/২০১৫ ইংরেজি ।