তুমি কি সেই অনন্যা ?
যাকে বহু কাল হতে চিনি
তুমি কি সেই অনন্যা ?
যাকে ছোট বেলা হতে জানি ।
তুমি কি সেই অনন্যা ?
যাকে আমি প্রেরণায় রাখি ।
তুমি কি সেই অনন্যা ?
যাকে চোখ বুঝলেই দেখি ।  
তুমি কি সেই অনন্যা ?
যাকে খুঁজে বেড়িয়েছি দিগন্ত থেকে দিগন্তে
তুমি কি সেই অনন্যা ?
যার হাতটি ধরে হেঁটেছি শীতে প্রানবন্ত ।
তুমি কি সেই অনন্যা ?
যার স্পর্শে শিক্ত হতাম ।
তুমি কি সেই অনন্যা ?
যার কল্পনায় বিভোর হতাম ।    
তুমি কি সেই অনন্যা ?
যার বার্তায় রোমাঞ্চকর শিহরণ জাগত প্রাণে ।
তুমি কি সেই অনন্যা ?
বার বার ছুটতাম যার ভালোবাসার টানে ।  


১৭/১১/২০১৫ ইংরেজি ।