অন্ধকারে নিমজ্জ্বিত রনতরী
নাবিক ছোটছে প্রাণ পাখির ডরে ।  
তারারাও দেখায় না পথের সন্ধান
কি করে রক্ষা হবে সৈনিকের প্রাণ ।

অন্ধাকারের বিশাল ছোবল লাগছে ওদের গায়
আলোর মশাল নিয়ে কে বলবে আয়রে তোরা আয় ।  
হিসেব নিকেষ নে কশে নে, যা কিছু গেছে যাক
আর যেন সামনে না আসে এমন স্রোতের বাক ।

মিনতি করছি যেওনাকো ঐ মোহনার দিকে
অতি উচ্ছ্বাস হয় না যেন ফিকে ।  
তোমার তো আছে শান্ত হাওড় বিশাল জল রাশি
যেথায় সাদা মেঘ ভেসে বেড়ায় রাশি রাশি ।  

যেওনাকো আর ঐ অন্ধরারের পথে
তলিয়ে গেলে থাকবে না কেউ সাথে ।
আলোর পথের চর্চা করে হও আগোয়ান
নতুন রশ্মির ছোঁয়াতে হবে মহিয়ান ।


২৬/০৬/২০১৫ ইংরেজি,
কল্যাণপুর ।