দন্ড শান্তি চেয়েছিলাম তোমার কাছে
বলিনি ছলনায় দুঃখের পাত্র ভরে দিতে,
ক্লান্ত পথিক শান্তি খুঁজতে খুঁজতে পরিশ্রান্ত
অবসন্নতা ছোঁয়ে যাচ্ছে দেহ মন ।
সুখ পাখির সন্ধানে পার হলাম
মরুভূমির বিস্তীর্ণ বালু চর,
সূর্যের আলোয় দেখেছি শুধু মরীচিকা
ধু ধু বালুচরে মেলেনি সুখ পাখির দেখা ।
বার্লিনের ইতিহাস সমৃদ্ধ শহরে
দু’দন্ড সুখ পাবার জন্য হেঁটে বেড়িয়েছি ।
ইট পাথরের পুরা কীর্তির মাঝে
ভাললাগায় ভেসেছিলাম ক্ষণিক সময়ে জন্য ।
শান্তির দেখা অধরাই রয়ে গেছে
সাইবেরিয়ার শীতল পরিবেশে খুঁজেছি
শান্ত প্রশান্ত মহাসাগরে ও খুঁজেছি
কোথাও মেলেনি প্রত্যাশিত সুখ ।
চির সবুজের এই দেশে চির তরুণ মনকে
শান্তির পোতাশ্রয় বানাতে চাই
তোমার আঁচল ছায়ায়
ভালোবাসার পরশ মায়ায়,
শূন্য পাত্রটা পূর্ণ করতে চাই
দু’দন্ড শান্তি দেবে কি আমায় ?
১৭/০২/২০১৫ ইংরেজি,
রাত ১২:৩০ মিনিট, উত্তর বীরপুর, মাগুরা ।