অন্তর মাঝে দিলে তুমি একটুখানি ঠাঁই
সবুজ অরণ্যে ভালোবাসার আবাস গড়তে চাই ।
মিলবে কি ঐ সদর দোয়ারের বদ্ধ তালার চাবি ?
শান্তির জন্যে ক্লান্ত মনের এইটুকুনই দাবি ।
অঙ্গে জড়িয়ে আছ হীরা মতির হার
দিবা স্বপ্নে দেখি তোমায় বারং বার ।
ছুট্ট ছুট্ট খুশিতে করতে শোরগুল
সখিদের সাথে গাল গল্পে থাকতে মসগোল ।
তেপান্তরে পথে তোমায় নিয়ে যাব কামনার সুখে
ভালোবাসা রশ্মি পড়বে দু’জনার আবেগী বুকে ।
আলোকচ্ছটায় রঙ্গিন হবে আগামী দিন
একই সুতায় বাঁধা রব কেউ রব না ঋণ ।
খুলে দেখ সু-সজ্জিত ঐ মহলের কপাট
প্রেমের জোয়ারে ভাসিয়ে দেব ঝঞ্ঝাট ।
লুকিয়ে রেখো না অন্তরের খুশি
মিষ্টি ও মুখের শোভা প্রাণ চঞ্চল হাসি ।
অন্তর মাঝে দিলে তুমি একটুখানি ঠাঁই
সবুজ অরণ্যে ভালোবাসার আবাস গড়তে চাই ।
কল্যাণপুর, ৩/১০/২০১৫ ইংরেজি, ঢাকা ।
রাত ১:৩০ মিনিট ।