আচ্ছা কোথায় ছিলে ?
আকাশে
কেন ?
মেঘের সাথে কথা বলতে
বাহ্! দারুণ তো
কি কথা হল ?
তার আগে শোন কার সাথে কথা হল
গিয়েছিলাম কালো মেঘের সাথে কথা বলে কিছু কষ্ট
তার অন্ধকার ঘরে গোদামজাত করতে ।
মাঝ পথে সাদা মেঘ এসে বলল, বন্ধু
আজকে তো তুমি ওর সন্ধান পাবে না
সূর্যের আজ প্রখড় তেজ ।
ওর দেখা পেতে চাইলে তুমি
বর্ষায় এসো জমিয়ে আড্ডা দিতে পারবে
বুকের চাঁপা ব্যথাগুলি লুকিয়ে রাখতে পারবে
ওর সাথে আকাশ পথে ভেসে বেড়াতে পারবে
সর্বপোরি মনটাকে হালকা বানাতে পারবে ।
আমার একটু তারা আছে তবে যাচ্ছি বন্ধু
নেমন্তন্য রইল বর্ষায় আসবে কিন্তু ।
ব্যর্থ প্রচেষ্টা আকাশের বুকে
শান্তির খোঁজে মরছি শোকে ।

২৭/০২/২০১৫ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা ।