প্রিয়া তুমি চাইলে
ভ্রম্মান্ডের নীল গগন
ছন পাতায় মোড়ে  
ভালোবাসার ছাউনি এঁকে দেব ।

বরফের হিমবাহ থেকে
সাদা সাদা তুষার এনে
গ্রীষ্মের গরমে শীতল আবেস দেব ।  

সাগরের মাতাল ঢেউ
শান্ত করে তার উপর
ডিঙ্গি নায়ে নৌ বিহারে যাব ।

পাহাড়ের উপর দাঁড়ায়ে  
আঁকা বাঁকা গিরি হ্রদে
শ্যামল উপত্যাকায় সঙ্গি করে নেব ।  

বাঁধব হীয়ার প্রাচীর,  
সরিষা ফুলের গাঢ় রঙ্গে
মনকে রঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে দেব ।

মহুয়ায় মিষ্টি সুরে
পায়রার পালকে ঘুরে
দিগন্ত পারি দেব ।

প্রিয়া তুমি চাইলে  
চরাচরকে ভালোবাসায় বেঁধে রাখব,
যৌবনের ফুল বাগানে
তোমার সনে হারিয়ে যাব ।


১৫/০২/২০১৫ ইংরেজি,
উত্তর বীরপুর, মাগুরা ।  
১১:৩৫ মিনিট ।