মোহের কোমল স্পর্সে অন্তরে পড়েছে ছায়া
হিয়ার ভেতর বসত কর দুলায়ে কায়া ।
বাঁধনে না বাঁধা যায়
দূরে নাহি থাকা যায় ।
উচাটন মনে শুধু প্রতিচ্ছবি ভাসে
ফেলে আসা লগ্ন বার বার ফিরে ফিরে আসে ।
যুদ্ধের ময়দান ফাঁকা নিরব শীতল হয়ে গেছে
ময়দানের ধ্বংস যজ্ঞের উপর নব পল্লব সৃষ্টি সুখে হাসে ।
কখনো হয় সে সুন্দর কখনো হয় মন্দ
সৃষ্টির এ উৎস নিয়ে চলে অবিরাম দ্বন্দ ।
ছন্দ গীতে চলে যায় ক্ষণ
বদ্ধ করে মনের বারণ ।
মোহময়তায় মাতিয়ে মানসী মায়া
প্রবাসে পরবাসী প্রাণের প্রিয়া ।
দূরে দূরে ঘুরে ঘুরে ক্লান্ত বদন
মনে ক্রিয়া করে সুখ দুঃখের রোদন ।