অস্তিত্তের দুয়ারে বেঁধেছ ঘর
ভাবতে পারছি না তাই তোমায় পর ।
ব্যবধানের কথা ভেবে যাচ্ছ দূরে
একদিন ফিরে আসবে জগৎ ঘুরে ।
পাবে না সে দিন মসৃণ কায়া
আষ্টে পিষ্টে পরবে বার্ধক্যের ছায়া,
বাস্তবতার খেয়ালে অদৃশ্য দেয়ালে
বাঁধার পরেও হৃদয় দরজা দেব খুলে ।
তোমাকে পাবার সুপ্ত কামনায়
বাঁশি বাজবে দুটি প্রাণের মোহনায়
সোনালি দিন ফিরে নাহি পাব
তবু, বাকিটা সময় না হয় এক সাথে রব ।
রাত ০১:০৩ মিনিট,
২২/০৬/২০১৫ ইংরেজি ।