তুমি কি আমার ধ্বমনীর খবর রাখ ?
যেখনে অবিরত তোমার শিহরণ
প্রতিক্ষণ দমকা হাওয়ার মত
পরশ বুলিয়ে যায় শীতল আবেশে ।
চোখ বুজলেই কি আমায় দেখ ?
স্মৃতির জানালায় সবুজের পথে
হাত ধরে পথ চলা, আকাশের তারা গুনা
মাঝে মাঝে চাঁদের আলোর মুগ্ধতায় জড়ানো ।
মনে পড়ে কি ক্যাম্পাসের কথা ?
কদম তলে ফুল কুড়াতে
বেলী ফুলের খোঁপায় কেশ সাজাতে
মোহময় করে রাখতে মম অঙ্গ ।
বেশ সুন্দর দেখতে ছিলে
ঐ সুন্দরের পূজারী হয়ে
কেমন করে যে মজে গেলাম
তোমার মাঝে নিজেকে হারালাম ।
তেপান্তরের রাস্তায় চলতে গিয়ে
সুজা পথ বক্রতায় রূপান্তরিত হল ।
বেশ ভাবাচ্ছে এখন সেই অমিমাংশীত
গুচ্ছ গুচ্ছ তুচ্ছ ঘটনা প্রবাহ ।
এখন চিন্তায় তোমার ক্রিয়া খেলা করে
দুরন্ত বেলার ফুটন্ত যৌবনের বিরহ কথা,
সিগারেটের ধোঁয়ার মত জ্বলছে এ বুক
তোমার মাঝেই ছিল আমার স্বর্গ সুখ ।
রাত ১২:১২ মিনিট, ২১/০৬/২০১৫ ইং,