বিকৃত মানসিকতায় নরাধম নরপশু
ওদের থেকে রেহায় পায় না পথ শিশু ।
আনন্দের ক্ষণে ঘুরে ললনাদের পিছে
বিলিয়ে জাতির লজ্জা আকাশের নিচে ।
বড়দাদের করে নিয়ে বগল কব্জা
রাজ পথে উন্মুক্ত করে নারীর লজ্জা ।
প্রমোদ উল্লাসে নাচে শয়তান দল বেধে
কলংকের কালিমা যায় নির্যাতিতার কাঁধে ।
বৃদ্ধাঙ্গুলি দেখায় সাধারনের দিকে
ওদের ক্ষমতার কাছে প্রকৃতি যেন ফিকে ।
স্বাধীন ভাবে চলা দায় মাতৃভূমির পথে
এ লজ্জা রাখবে জীবনের কোন ধারাপাতে ?