খুঁজে ফিরছি আপন রাস্তা
যেখানে যেতে হবে অবশেষে ।
তালপাতার ফাকে সূর্যের আলো
উঁকি দিয়ে ডাকছে মুচকি হেসে ।
তোমার ক্ষণ হয়ে এসেছে
প্রস্তুত হও যুদ্ধে যাবার ।
প্রবল আক্রমনেও যেথায়
পথ পাবে না পালাবার ।
বৎস তৈরি হও আলোর রেখা
প্রবল থেকে প্রবলতর বেগে এগুচ্ছে ।
বারে বারে তাক করছে তোমার দিকে
আলো অন্ধকারের সম্মিলন ঘটাবে বলে ।
অন্ধকার ছাড়া আলোর নাইকো কদর
পূর্ণিমার রাতে বাড়ে তার আদর ।
রাতে সোনালি রূপ জমিনে ঝরে
আকর্ষণে মায়াবী মন নেয় কেড়ে ।
সময় হল রাত্রি পাড়ি দেবার
কিরণের সাথে লগ্ন কাটাবার ।
অধিক তাপে ঝড়বে লবন পানি
মুছে যাবে অবসাদের সমস্ত গ্লানি ।
১ লা বৈশাখ ১৪২২ ।