দ্যাখ, ওখানে চশমাটা আছে  
তারাতারি এনে দাও তো,

     একটু সবুর কর এই দিচ্ছি

তর যে সইছে না ললিপপ ।

     আহা… ন্যাকা, নিয়ে নিলেই তো হয় ।

তা যা বলেছ ওটা বেশ আছে,
তোমার উপর প্রয়োগ করার জন্য
উচ্চ মাত্রার একমাত্র কার্যকরি ঔষধ ।

     হয়েছে হয়েছে আর আদিখ্যেতা দেখাতে হবে না  
     এই নাও ক্ষীণ দৃষ্টির দাওয়াই ।

যাব্বাবা আবার শুরু করলে  
পায়ে পারা দিয়ে
মধুময় বাক্য ছুরাছুরি ।
সাজ সকালে মিষ্টি কথা
খারাপ হবে না চালিয়ে যাও

     এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে
     লাগামটা টেনে ধর দয়া করে ।

তাই বুঝি, ওটার রশ্মিতো তোমার কাছে
ইচ্ছে করলে নিয়ন্ত্রন করতে পার ।
দিতে পার হাইড্রোলিক ব্রেক চেপে ।

     ওরে আমার পোষ্য টিয়া
     কেড়েছ আমার মুক্ত হিয়া,
     প্রেমের রস উঠছে ফেঁপে
     ইতি টান এবার বাক্যালাপে ।

ওরে আমার ময়না
এত্ত কথা কয় না,
দহনে দহনে পুড়ালে  
ভালোবাসার আড়ালে ।    
  

১৫/০৩/২০১৫ ইংরেজি, রাত ০১ ১৫ মিনিট, কল্যাণপুর, ঢাকা ।