মেঘ তুমি কাঁদছ ?
তোমার বুঝি অনেক কষ্ট
এত বড় আকাশের বুকে
তোমার ঠাঁই হয় না বুঝি ?
বৃষ্টি হয়ে,
অঝর ধারায় ঝরছ ধরিত্রীতে
চোখের জলে ধূয়ে দিয়ে যাচ্ছ
চার পাশের অজাচিত আবর্জনা
যন্ত্রণা লুকিয়ে রেখে অগোচরে ।
ত্যাগে ত্বরান্বিত করে প্রবাহ
মিশে যাও অস্তিত্তের অভন্তরে ।
মোহের মায়ায় কান্নার জলে
স্নান করে নেয় ব্যস্ত চরাচর ।
কারো তরে থাকে অফুরন্ত সুখ
কেউ বা জীবিকার তারণায়
ভিজে যায় অপরের মুখে
কিঞ্চিত হাসি দেখবে বলে ।
বড় স্বার্থপর এ জগৎ
হয়তো তার ব্যতিক্রম নই,
বলছি,
মাঝে মাঝে তুমি কান্নার জলে
ধোয়ে দিয়ে যেও জমে থাকা খেদ ।
সকাল ১০:৪৭ মিনিট, ০৩/০৪/২০১৫ ইংরেজি, ঢাকা ।