দহনের জ্বালায় দৃপ্ত অঙ্গিকারে
চেতনা সিক্ত জনতা হাতে হাত ধরে
মুক্তির নেশায় মাতুয়ারা হয়ে
সংগ্রামের সম্মুখে গেছে ধেয়ে ।
কালো রাতের আঁধারে আকস্মিক  
কাপুরুষের দল হয়ে দাম্ভিক,  
হানা দেয় ঘুমন্ত বাংলার বুকে  
রাতের আঁধারে মানুষের সুকে
ভারী হয়েছে আকাশ বাতাস ।
ওরা নির্বিচারে চালিয়েছে হত্যাযজ্ঞ
মুক্তিকামী জনাতা দিয়ে গেছে অর্ঘ ।
সাদা মাটি রক্তে হয়েছে লাল
তাজা খুনে ভাসিয়েছে ওরা খাল ।
হানাদারের হামলায় ফেলে দীর্ঘঃশ্বাস
রুখে দাঁড়িয়েছে চেতনা জুলুমের বিরুদ্ধে  
সঙ্গবদ্ধ ভাবে যাব স্বাধীনতার যুদ্ধে ।  
জন্মভূমির ঋণ রক্ত দিয়ে হলেও শোধাব
সংকল্প বাংলার মাটিকে স্বাধীন করব ।  
যুদ্ধের দামামা বাজিয়েছিস তোরা
ঐ দাম্ভিকতা গুড়িয়ে জয় উৎসব করব মোরা ।
কালরাতের শপথে দৃপ্ত প্রত্যয়ে
আমাদের স্বাধীনতার সংগ্রাম যাবে এগিয়ে ।
আঁধার রাতে করেছিস বাংলার বুকে নৃশংস হামলা  
বীর বাঙ্গালীর প্রতিশোধের আগুন সামলা এবার সামলা ।  


২৫/০৩/২০১৫ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।