সাগরের অতলে ডুবে গেছে সুখ স্বপ্ন আশা  
ডেউয়ের তরঙ্গে ভাসছে এখন শুকনো ভালোবাসা ।  
প্রেম বৃক্ষের শেকড় ভূমির গহীনে
ইচ্ছে করেও উপড়ানো দায় জমিনে ।  

বিরহে ছেদ পড়েছে মনে  
ব্যথার জ্বালা যায় না বলা বন্ধুর সনে ।    
বৃক্ষের ঝড়া পাতা মর্মর শব্দে
জড়ো হয় বুকের জমিনে বেদনার ছন্দে ।

এ ধরায় বসন্ত বাতাস বইবে না
সে যে আর ভালোবাসবে না,    
হারিয়ে গেছে সফেদ তুষারের দেশে  
ভায়োলিনের সুর হৃদ গহীনে যাচ্ছে মিশে ।  

ভাটির টানে চলে গেছ দূরে
তবু বসে থাকি সৈকতের ধারে ।
আসবে না জোয়ারের জল সাগর তীরে
বিচ্ছেদের জ্বালায় অন্তর যাচ্ছে ছিঁড়ে ।

সাগরের অতলে ডুবে গেছে সুখ স্বপ্ন আশা
ডেউয়ের তরঙ্গে ভাসছে এখন শুকনো ভালোবাসা ।  


সকাল ১০:৪৩ মিনিট,
কল্যাণপুর, ঢাকা ।
২৪/০৩/২০১৫ ইংরেজি ।