এটা তোদের পুরো জাতির লজ্জা
অর্থের বিনিময়ে করেছিস ওদের কব্জা ।
তোরা সত্যি ভীরু কাপুরুষের দল
নিজেদের হার মানতে নেই মনোবল ।
তৈরি করা পুতুল দেয় নো বল
এমন লজ্জা কোথায় রাখবি তোরা বল ?
জয় অর্জন ধূলিস্যাৎ করে বাঘের পায়ে
কলঙ্কের কালিমা দিয়ে দিলি কোটের গায়ে ।
তোরা পারিস বটে
লোকাল বাস রাস্তা ঘাটে ।
নির্লজ্জতা তোদের অঙ্গে মাখা
এভাবে আর তোদের সাথে যেন হয় না দেখা ।
অন্তরের সব ঘৃণা দিচ্ছি তোদের
বারোটা বাজাস না ক্রিকেটের ।