কৃত্তিম রুপে সৌখিনতার সুখে  
দগ দগে পোড়া ক্ষতের আর্তচিৎকার  
তোমাদের কর্ণ কোহরে পৌঁছবে না ।
ওখানে সুন্দর স্বচ্ছ আয়না আছে  
যার সামনে নিজের অবয়ব সুন্দর দেখায়  
উপারের চিত্রটা দৃশ্যত অদৃশ্য রয়ে যায় ।
স্বার্থের জন্যে হলে মত্ত অন্যের জীবনের  
বিন্দু মাত্র মূল্য নেই কথা নিগূর সত্য ।
নিরিহের বক্ষে যবে বুলেট বিধে তুমি হাস
ক্ষমতার শেকড় পোক্ত করেতে শুন্যে ভাস ।
সাধারনকে জিম্মি করে নিষ্ঠুর জাল ফেল
কখনো কি হিসেব রাখ তাতে কত জীবন গেল ?
ধ্বংস করতেই শিখলে সৃষ্টির সুখ বুঝলে না ।
অসহায় নিপিড়িত রুগ্ন দুস্থদের অনাহার অনিদ্রায়
যাপিত কষ্টকে শুধু পাস কাটিয়ে গেলে ।
বিবেকের দংশনে কখনো দংশিত হও না
কি করে হবে লোভ যেখানে থাকে
সেখানে সুন্দর বিবেক থাকতে পারে কি ?
মিনতি করছি এবার ক্ষান্তন্ত দাও দেশের তরে
সুন্দর দেশের সুন্দর সুন্দর মানুষকে একটু শান্তি দাও ।
ইতিহাসের পাতা উল্টালে চোখে পরবে সুন্দর বাঙ্গালী
মুক্তির জন্যে কতটা ত্যাগী হতে পারে ।
শান্তিতে ঘুমিয়ে আছে গোটা জাতির বিপ্লবী প্রাণ  
আহ্বান করোনা তাদেরকে জেগে ওঠার জন্যে ।
তারা বিলিন করে যাবে সমস্ত অকল্যাণ  
মাতৃভূমিতে শান্তির বার্তা বইয়ে দিয়ে
ছড়িয়ে দিবে তাজা গোলাপের ঘ্রাণ ।
মিনতি করছি ক্ষান্ত দাও যেন না ঝড়ে
আর কোন সাধারণের তাজা প্রাণ,  
একটু শান্তিতে বাঁচতে দাও প্রতিনিয়ত সংগ্রামী জীবনে ।  


২২ মাঘ ১৪২২ বঙ্গাব্দ, ০২:৩৪ মিনিট, কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।