সংগ্রামের জন্যে রসদ লাগে কারি কারি  
আরাম আয়েসের জন্য বিলাস বহুল বাড়ি
ওসবের জন্যে প্রতি পদে জীবন হচ্ছে ক্ষয়
বিরামহীন ক্লান্তি শেষেও তারা করে ভয় ।  

এত কেন নজর দারি গোয়েন্দার মত ?
নির্জনে তোমার উত্তর পাবে শত শত ।
ঝালাই করে নিও ঝুলে থাকা বিশ্বাস
তাম্র লোহার স্পর্শে দীর্ঘ হবে নিঃশ্বাস ।

মজবুত জোড়ায় আস্থা রবে অমলিন
ভালোবাসা কখনো হবে না বিলিন ।
অবুঝের মত পাগলামি বন্ধ কর
ভালোবাসার সুতাটাকে শক্ত করে ধর ।

সাধ্যের ভেতর খুঁজে পাবে সুখ  
দুয়ার থেকে দূরে যাবে দুখ,
চলার পথে কষ্ট হোক যতই ভারী
আনন্দে ভরবে ক্ষণিকের জীবন তরী ।  


০৩/০২/২০১৫ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।
দুপুর ০৩:৩০ মিনিট ।