হাসি কান্নায় দুঃখে আনন্দে গড়িয়ে যাচ্ছে জীবন
কত দ্রুত সময়ের কাটা করছে আসন পরিবর্তন  
কাব্যের ক্যানভাসে হৃদয়ের কথা গচ্ছিত রাখা
মনে হচ্ছে এইতো সেদিন শুরু হল চলার রেখা ।  

ক্ষনজন্মা এই জীবনে অপ্রাপ্তিগুলি যেমন কষ্ট দেয়
আবার, অনেক প্রাপ্তি আনন্দের খোরাক হয়ে আসে,  
বড় বড় দঃখগুলোকে ভুলিয়ে ধরায় মনের বৈঠা  
ইচ্ছেগুলি আবার হর্ণ বাজিয়ে সদর্পে জেগে উঠে ।  

এভাবে বয়ে যায় মানব জীবনে তৃ-ভূবনের ভেলা  
শব্দহীন ভাবে কিছু বুঝার আগে ফুরিয়ে যায় বেলা ।
গাছের শোকনো পাতার মত ঝড়ে পড়ে স্মৃতির ডালা
যা কিছু অর্জন সব শূন্য মনে হয় বিদায় বেলা ।


০৩/০২/২০১৫ ইংরেজি,
রাত ০১:০২ মিনিট, কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।