তুমি কি আমার সঙ্গি হবে ?
দু’জনে সাতার কাটব উত্তাল নদে
তোমায় নিয়ে ভেসে বেড়াব নীল সমুদ্রে
প্রশান্তির শীতল বাতাস বয়ে যাবে সমস্ত অস্তিত্ত্বে ।
তুমি কি আমার সঙ্গি হবে ?
দু’জনে উড়ব উন্মোক্ত আকাশ বক্ষে
তোমায় নিয়ে হারিয়ে যাব দূর দিগন্তে
রংধণুর রঙ্গে রাঙ্গাব ভালবাসার অসীম সীমান্ত ।
তুমি কি আমার সঙ্গি হবে ?
দ’জনে মিলে হাঁটব মেঠু পথ ধরে
শেকড়ের সান্নিধ্য পাব মাটির শুধায়
নতুন যুগের সূচনা করব মম প্রেমের ধারায় ।
তুমি কি আমার সঙ্গি হবে ?
জীবন তরি ভাসাব ব্যস্ত জনপদে
প্রতি স্তরে রেখে যাব ভালোবাসার চিহ্ন
তোমার কোমল মায়ার বাঁধনে শুধু জড়িও আমায় ।
১১/০১/২০১৫ ইংরেজি, রাত ০২:২০ মিনিট ।
কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।