পূর্ণিমার আলোতে তোমার কথা স্মরণ করে
আকাশের তারাদের সাথে কথা বলতে বলতে
কখন যে রাতের আধার হারিয়ে গেছে আলোয় ।
কি অকৃপণ ভালোবাসা তারাদের মাঝে
এতো দূরে থেকেও মানুষকে কেমন আপন করে নেয়,
ওদের মায়াবী দৃষ্টি দেখে মানুষ মুগ্ধ হয়
আনন্দিত হয়, ভালোবাসায় আপ্লুত হয় ।
ওদেরও কি মন আছে মানুষের মত ?
ওদেরও কি মায়া আছে মানুষের মত ?
ওরাও কি দুঃখ পায় মানুষের মত ?
ওরাও কি কষ্ট পায় মানুষের মত ?
ওরাও কি শিহরিত হয় মানুষের মত ?
ওরাও কি সুখে হাসে মানুষের মত ?
ওদের কক্ষ পথ কত সুন্দর মসৃণ
অবলীলায় বয়ে চলছে নির্দিষ্ট নিয়মে ।
কোন বাধা নেই ওদের গতি পথে
কত সুন্দর সু-সৃঙ্খলিত জীবন ওদের
মানুষের নয় কেন ?
মানুষ কি পারে না আপন ভূবনকে
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ?
প্রতিটা দিন সুন্দর ভাবে অতিবাহিত করতে
এক জন আর এক জনের সাথে মায়া, মমতা
আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকতে ।
এমন হাজারো কথার পসরা সাজিয়েছিলাম ওদের সাথে
তোমাকে নিয়েও গল্প করেছি ঢের
কথা শুনে শুনে ওদের সে কি হাসি
তুমি যদি দেখতে অট্টহাসিতে মত্ত হতে ।
ওরা সার সংক্ষেপে যা বলল
তোমরা হচ্ছ সৃষ্টির সেরা জীব
ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্যে
তোমাদের কাছে সুন্দর মন আছে,
মনকে তোমরা ভালোভাবে কাজে লাগালেই পার,
সমস্ত জঞ্জাল হতে দূরে থাকতে পারবে
জীবনকে সুন্দর করে উপভোগ করতে পারবে ।
তোমার জন্য চাঁদ এক ঝুড়ি হাসি পাঠিয়েছে
তোমার সাথে গল্প করার সাধ জেগেছে তার
আগামী পূর্ণিমাতে তুমি এসো, দু জনে মিলে
মিটি মিটি আলোতে ওদের সাথে গল্প করব ।
হৃদয়ে গচ্ছিত কথাগুলো নিংড়ে দেব
ভালোবাসার তরী গঙ্গার জলে ভাসাব ।
মিষ্টি আলাপে তোমার মান ভাঙ্গাব
হৃদ্য আলিঙ্গনে আপন করে নেব ।
২৭/০১/২০১৫ ইংরেজি ।