অনেক অনেক ব্যথা আর যন্ত্রণা নিয়ে  
মানুষ ঘুরে বেড়ায় পৃথিবীর বুকে ।
দূরে থেকেও চাঁদ মানুষকে আপন করে নেয়
মানুষ মানুষের কাছাকাছি থেকেও কত অসহায়
স্বাধীনতার চাদরে ঢাকা পরাধীনতার বলয়ে
হয় না চাঁদের মত ভালোবাসার বহিঃপ্রকাশ ।
যান্ত্রিকতার জগতে মন যেন যন্ত্র হয়ে যাচ্ছে  
যার মাধ্যমে স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে অবিরত
যার জন্যে মাতৃভূমির দায় আজ ভূ-লুন্ঠিত
সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা হচ্ছে প্রভাবিত ।
মানুষ সৃষ্টির সেরা জীব অথচ,
মাঝে মাঝে মানুষের কথা শুনলে মনে হয়
এরা যে যার বাঁধানো গন্ডিতে বন্দি  
যা থেকে বের হতে পারে না শুধু
আপন ভূবনকে আলোকিত করার প্রয়াসে ।
মানুষ হয়ে মানুষকে হত্যা করছে নির্বিচারে
কোন প্রশ্নই কি উঁকি দেয় না ওদের মনে ?
অপরকে কেন আঘাত দেব কেন ব্যথা দেব
কেন অত্যাচার করব কেন নিপীড়ন করব ?
কেন মমতাময়ী মায়ের কোল খালি করব ?
কেন ছিনিয়ে নেব ভাই বোনের বন্ধন ?
কেন ছিনিয়ে নেব নব বধুর স্বপ্নে আঁকা আগামী ?
কেন বাবার আদর থেকে বঞ্চিত করব দুধের শিশুকে ?
কোন প্রশ্নই কি উঁকি দেয় না ওদের মনে ?
কেন মারছে মানুষ ? কত নিষ্ঠুর হতে পারে মানুষ
ক্ষমতা আর টাকার নেশায় মাতুয়ারা ।
কেউ কাউকে ছাড় দেবার নয়
জাতাকলে পিসে ছোট ছোট স্বপ্ন হচ্ছে ক্ষয় ।
সবার চোখের সামনে চলছে অবাধ অনাচার
দেখেও না দেখার চেষ্টা, তাই হয় না দৃষ্টির প্রসার  
অস্পষ্ট দৃষ্টিতে হারিয়ে যাচ্ছে সমাজের আলো ।
অন্ধকার থেকে কখন জ্বলবে আলোর মশাল ?
দূরিভূত হবে লালসায় ঠাসা অপকর্মের দেয়াল
মাতৃভূমির দায়বদ্ধতায় হয়ে আবদ্ধ
অনাচার রুখে সমাজকে করবে সুদ্ধ ।
মায়া, মমতা ভালোবাসায় মানবতা হবে সমোজ্জ্বল ।  
অস্পষ্ট দৃষ্টি স্পষ্টতায় পরিণত হলে
বেড়ে যাবে শুভ শক্তির মনোবল ।  


৩১/০১/২০১৫ ইংরেজি,