তুমি দরিয়ায় যেতে চেয়েছিলে পালতোলা নৌকায়
খুব জেদ করতে ইচ্ছেটা পূরণ করার জন্যে,
পদ্মার কথা শুনলেই তোমাকে বেশ প্রানবন্ত দেখাত
বিষয়টি তোমার মনকে নাড়া দিয়ে যেত ।
কতটা দিন এই একটি মাত্র বিষয় নিয়ে
তোমার সাথে তুমুল কথা কাটাকাটি হয়েছে ।
যখন বুঝতে পারতে ইচ্ছেটা পূরণ হচ্ছে না
গাল ফুলিয়ে বসে থাকতে ঘরের কোনে ।
গল্পে উপন্যাসে পড়েছ নিশ্চই এর পৌরাণিক কাহিনি
তার ইচ্ছে হলে গ্রাস করে নেয় দরিয়ার পার ।
সে যে সদা বহমান ইচ্ছে মত চলে
কতনা তাজা প্রাণ চলে গেছে ঐ পদ্মার জলে ।
যৌবনে এর পানির শব্দে বুক কাপে দুরু দুরু
হৃদ স্পন্দন বেড়ে গেলে সমস্যা হয় শুরু
কি করে নেব তোমায় ঐ দরিয়ার পাড়ে ?
এর চেয়ে ঢের ভাল তুমি থাক –
ভালোবাসার দেয়াল ঘেরা মায়ার সংসারে ।
০২/০২/২০১৫ ইংরেজি,
রাত ০১:৩৪ মিনিট,
কল্যাণপুর, ঢাকা-১২০৭ ।