রাতের পাখি জেগে তারাদের সাথে
হাজারো কথায় কথা মালা যায় বুনে ।    
বুক চিরে বের করে না বলা কথা
একটু যেন লাঘব হয় অন্তরের ব্যাথা ।

তোমার ছলনায় পিছলে গেছে প্রহর    
বিষন্নতা টেনে নিচ্ছে অস্তিত্ত্বকে ।    
মিশে যাচ্ছে সুতায় বুনা স্বপ্ন গুলো  
দূর হতে দূরে গোধূলির উপারে ।

ক্ষত হৃদয়ের ব্যথায় কাতর বর্ণ  
সময়ের দ্বারে ফুটে বাস্তব চিত্র ।
অপূর্ণতায় ঢেকে যায় প্রেমের ডালা,    
অলক্ষ্যে নিভে রাতের পাখির জ্বালা ।


১৭/১২/২০১৪ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা ।