আলো নিভু নিভু রক্তিম আকাশ
মনের মাঝে বইছে বসন্ত বাতাস
বৃক্ষরাশির উদ্দামতায় পাখিদের কলরব
দৃশ্যত বস্তু নিশিতের অন্ধকারে লুকাচ্ছে সব ।
সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় মন হারিয়ে যায়
হৃদয়ের বুনা কল্পিত স্বপ্নীল মোহনায় ।
তোমার পরশে পুলক জাগে মনে
গোধূলীর ক্ষণগুলি যায় তোমার ধ্যানে ।
সাথে থাকলে তুমি হাতটি ধরে হাতে
আনন্দে শুরু হয় দিন প্রাতঃপ্রভাতে ।
মায়াভরা এমন সবুজের আবরণে
গোধূলী রঙ্গে রঙ লাগে হিয়া পানে ।
হাজারো স্বপ্ন ভিড় করে চিন্তার উঠানে
কোন রঙ্গে সাজাব মায়া কানন দু’জনে ।
ভালোবাসায় জড়িয়ে রাখব রংধনুর রঙ
গোধূলী বেলায় দেখব গগনের সঙ ।
১০/১২/২০১৪ ইংরেজি, কল্যাণপুর, ঢাকা ।