প্রতিক্ষায় বসে আছি
নির্জন অরণ্যের পথিটি ধরে,
তর যে আর সইছে না
ক্ষন যে আর বইছে না ।
তবু, তুমি আসছ না এই পথে,
অভিমান জেগেছে কি আমার সনে ?
বিরহের ছোঁয়া পেয়েছ কি আমার টানে ?
লক্ষীটি ধূসর অতীতকে রেখ না মনের ভেতর ।
প্রস্ফুটিত ফুলের ন্যায়, উন্মোচিত কর
প্রেমে কাতর বদ্ধ মনের দোয়ার ।
হাওয়ার উড়িয়ে দিয়ে হিয়া
ভালোবাসায় সিক্ত হও প্রিয়া ।
বেদনা বিধুর সময়কে রেখে দাও পরিত্যাক্ত ব্যাগে
সুখের সন্ধানে হেটে আস দৃপ্ত পদে আগে ।
খুজে পাবে প্রেম, আবেগ দিয়ে মোড়া
দেখবে একটি বাগান ভালোবাসায় ঘেরা ।
ব্যাকুল করা গন্ধে আবেষ্টিত হবে তুমি
কোমল আলিঙ্গনে ধন্য হব আমি ।
০৫/১১/২০১৪ ইংরেজি,
কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২১৬ ।