করেছি সন্ধি ধরেছি পন
কেউ নয়তো কারো আপন ।
নিজের কাজে দিয়ে মন  
লগ্ন বয়ে চলে দিবা নিশি,  
ক্ষণে ক্ষণে একটু খুশি
দুঃখের ধারা যায় যে মিশি ।
বাহারি এই ভূবন মাঝে
হরেক রঙের মানুষ সাজে ।
বিচিত্র তাদের জীবন ধারা
নব যুগ এসে দেয় সাড়া ।
স্রোতের জোয়ারে ভাসে যে জন
সে খুজে নেয় আনন্দের জীবন ।
পাপ পূণ্যের ভেদাভেদ ভুলে
চক্ষু লজ্জা যাচ্ছে খুলে ।
নিমজ্জিত হচ্ছে ন্যায় নীতি
দুষ্টের দ্বারা বাড়ছে ভীতি ।
পার্থিবতার প্রভাবে পূণ্য থাকে দূরে
সরল পথে একদিন আসতে হবে ঘুরে ।
মোহের পেছনে চলার কেন বৃথা চেষ্টা  
আলোর পথের সন্ধান দিয়েছেন স্বয়ং স্রষ্টা  ।


২৬/১০/২০১৪ ইংরেজি, কল্যাণপুর,
ঢাকা-১২১৬ ।