বেশ কিছু দিন ধরে ভাবছি
তোমায় নিয়ে, একটা কবিতা লিখব,
বর্ণিল দিনের সোনালী মুহূর্তকে
কলমের কালিতে রেখে দেব ।
লিখি লিখি করে আর লেখা হচ্ছে না
না লিখলে, এযে মাথা থেকেও যাচ্ছে না ।
ভেতরে প্রেম ভরপুর
তবু, শব্দগুলো থেকে যায় অচিনপুর ।
ধরা দিচ্ছে না কোন মধুর ছন্দ
যেন কবিতার সাথে লেগেছে দ্বন্দ্ব ।
হিয়ার ভেতর কড়া নেড়ে হৃদ স্পন্দন বাড়াও
দিয়াশলাই ছাড়াই যৌবনের আগুন জ্বালাও ।
ঘুমের মাঝে স্বপ্নে দাও সাড়া
এ যে কামনার বেসামাল তাড়া ।
রূপে তোমার ঝড়ছে সূর্যের কিরণ
স্পর্শে তোমার জাগে শিহরণ ।
কখনো উষ্ণ তাপে কখনো শীতল আবেশ মননে
বাহুডোরে জড়াও মায়ার বাঁধনে ।
হাওয়ায় উড়িয়ে রেশমি চুল হেটে যাও মেঠোপথে
মনের আকাশে দোল খাচ্ছ, একান্ত আপন জনের সাথে ।
তোমার দেয়া পেয়ালাতে প্রথম চুমুকের স্বাদ
ওষ্ঠে লেগে থাকে নিগূঢ় নিখাঁদ ।
মুচকি হেসে তুমি তাকাও বাঁকা চোখে
ভালোলাগা খেলে যায় তোমার মুখে ।
খন্ড খন্ড সুখে দঃখে সাথি হয়ে থাক
সর্বদা ভালোবাসায় যতনে আগলিয়ে রাখ ।
০৩/১১/২০১৪ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।