দেখ মেয়েটি কাঁদছেনা
অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে
ওর দু’চোখে কোন ভয়ের রেশ মাত্র নেই
ও জানে কোন অন্যায় ও করেনি ।
ইচ্ছে করে কাউকে মারেনি  
পরিস্থিতি ওকে বাধ্য করছে জীবন বাঁচাতে ।
তাইতো কোন অনুশোচনা নেই ঐ মিষ্টি মুখে
ওতো বাঁচতে চেয়েছিল একটু সুখে ।
কোমারীত্তের অস্তিত্ত্ব ধরে রাখতেই পেল বঞ্চণা
জীবন বাঁচানোটাই হয়ে গেল যন্ত্রণা ।
সভ্য জগতের এ কেমন মানবতার পরিচয়
সত্যকে অসত্যের আড়ালে লুকানোর প্রাণান্তকর প্রচেষ্টা ।
ওর কথা এক বারের জন্যেও কেউ ভাবেনি
ফাঁসির মঞ্চের রশি দেখেও কিন্তু ও দমেনি ।
এ যে সঠিক আলোর পথের দিশারী
যুগে যুগে ওরা দিয়ে যায় সত্যের হুশিয়ারি ।
তোমায় জানাই হাজারো সালাম
এ পৃথিবীতে সবাই গোলাম ।
বারে বারে আসে ওরা উন্নত চরিত্রের ধারক বাহক হয়ে
যুগে যুগে বেঁচে থাকে সত্যান্নেসী মানব হৃদয়ে ।


০১/১১/২০১৪ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা-১২১৬ ।