নীতি ভ্রষ্ট সুখের পিঁড়ি
দম্ভের তৃপ্তিতে চলছে দাদাগিরি ।
রক্তের গরমে শক্তির দাপটে
দেখায় মুখটা ওদের খ্যাপাটে ।
তিলকে করে তাল আবার তালকে তিল
স্বার্থের জন্য সরিয়ে যায় রাস্তার থাকা জঞ্জাল ।
কেন্দ্রিভূত দাপটের বিকেন্দ্রিকরনের খেলা
এ সত্য অনুধাবনের আগে যায় যে ওদের বেলা ।
পেঁচিয়ে যায় আষ্টে পিষ্টে আপন বুনা জালে
নিয়মের ভেতর পরে বাকিটা পথ যায় চলে ।
অদৃশ্য এই নিয়মের খবর নেয় না তো কেউ
আবৃত সকলে বুঝে এখানে কত বড় বড় ঢেউ ।
ইচ্ছে হলেও দেয়া যায় না উত্তাল ঢেউ পাড়ি
আলতো করে জড়িয়ে ধরে প্রিয়তমার শাড়ি ।
এভাবেই ক্ষনিক জীবনের দুস্তর পথে রয়ে যায়
তিক্ততায় ভরা ত্যক্ত অভিজ্ঞতার পরিচয় ।
২৬/১০/২০১৪ ইংরেজি,
কল্যাণপুর, ঢাকা ।