কয়েক যুগ কেটে গেল স্বপ্ন ছোঁব বলে
বারে বারে চোখের পাতা আনমনে যায় খুলে ।
অধরা রয়ে যায় বিলাসী সব চাওয়া
সায়াহ্নে দরজায় উঁকি দেয় সান্তনার পাওয়া ।
তোমায় ভেবে বাতাসের ঝাঁপটা লাগে গায়
চলার পথে জীবনের রঙ ক্ষণে ক্ষণে বদলায় ।
বাহারি রঙের এই ধরিত্রীতে সঙ্গী নেইতো কেউ
সুখে দুঃখে মন পবনে দোলা দেয় ঢেউ ।
অদৃশ্য নিয়মে কল্পনার মিগ চলে আঁকা বাঁকা
বাস্তবে স্বপ্নগুলি হয়ে যায় মরীচিকা ।
২০/০৯/২০১৪ ইংরেজি।