অমন করে কখনো ভাবা হয়নি
তুমি যেমন করে ভাব,
অমন করে দেখিনি আমি
তুমি যেমন করে দেখ ।
অমন করে বলতে পারিনা
যেমন করে বল তুমি মিষ্টি কথা ।
অমন করে উড়ে না মন
যেমন করে তুমি উড় ।
অমন করে উপলব্ধি জাগেনি অন্তরে
যেমন বাস্তব কাব্য লিখ ঝড়ঝড়ে ।
তোমার মনের দুয়ার বিস্তৃত চারিদিক
কাব্যের ভেতর ফুটে উঠে কি সাংঘাতিক ।
গোপন ইন্দ্রেয় করেছে তোমায় বশ
অবলিলায় বর্ণনা কর জীবনের রুপ রস ।
শান্তির পালক উড়িয়ে দাও কাব্যের ভেতর
যা কিনা পান্ডুলিপিতে পরে থাকে নিরব নিথর ।
এমন করে ভাবা হয়নি পরিণতি
তোমার দেখা না পেলে হয় কি কাব্যের গতি ?
৩০ শে জুন ২০১৪ ইংরেজি ।