তোমার সমস্ত অস্তিত্ত্বের মায়াজালে
আষ্টে পৃষ্টে লতার মত জড়ালে,
কেড়ে নিলে আবেগ ভরা যৌবন
দেখিয়ে দিলে ফুলের কাছেই থাকে মৌ-বন ।
মধুর আঁঠায় আটকে গিয়ে
সময়ের সাথে পাল্লা দিয়ে
চলে গেছে সৃজনী শক্তি
আড্ডায় চলত কত শত যুক্তি ।
মন নিয়ে খেলা করে দূরে চলে গেলে
ভেবেছ ভালোবাসার মাঠে তুমি আমায় হারালে !
জয় কি হবে তোমার ভীরু মনের ?
জগতে হার নেই প্রকৃত প্রেমের ।
থাকবে তুমি অন্যের ঘরে
কল্পনায় হাঁটবে এসে আমার দুয়ারে ।
থাক তুমি উল্লাসে মেতে নন্দন কাননে
কষ্টের রেখা যেন না জাগে ঐ নয়নে ।
ভালোবেসে কাছে না পাই
দূর হতে শুভেচ্ছা জানাই ।
পাহাড় সমান দুঃখ আমার
আসমানের নীলে ভরা অন্তর ।
কিছু ভালোবাসা এভাবেই রয়ে যায় নিতান্তর
শত ব্যথায়ও তোমার সেবায় রাখিব হৃদয় প্রান্তর ।
তবু তুমি যেন কষ্ট না পাও
সুখের ফুল গুলি নাও আঁচল পেতে নাও ।
১৮/০৮/২০১৪ ইংরেজি ।