সেতো আর আসবে না
আগের মত ভালোবাসবেনা
ধরবে না এসে দুটি হাত
তার ছোঁয়ার সাজবে না আর রাঙ্গা প্রভাত ।
বায়না করবে না মিষ্টি হেসে
মনের দুঃখ গুলি নিঃশ্বাসে হাওয়ায় যাবে মিশে ।
সেতো দেখবে না আর পেছন ফিরে
আলো জ্বলছে কি আমার নীড়ে ?
ভাঙ্গা মন নিয়ে চলছি একা
কখনো হবে না আর তোমায় দেখা ।
গহীন অরণ্যে সূর্যের আলোয়
হবে না আর কোন আপনালয় ।
১৫/০৮/২০১৪ ইংরেজি ।
কল্যাণপুর, ঢাকা ।