গন্ডির ভেতর হয়ে বন্দি
বাস্তবের সাথে করে সন্ধি
জীবন চলে নিরবধি
আকাঙ্খাকে দিয়ে সমাধী ।
তোমার দৃশ্যত অবয়বে
অদৃশ্য মনের প্রভাবে
হর্স রসে রাঙ্গা হৃদয়
আনন্দে আপ্লুত হয় ।
বিষাদে নামে কষ্ট
সাজানো বাগান হয় নষ্ট
মনে দোলে অলীক কল্পনা
অস্থির চিত্তে গভীর ভাবনা ।
আস্তে আস্তে কেড়ে নেয় যৌবন
পক্কতায় হারায় অন্তপূরের আলোড়ন ।
উন্মুক্ত বাতাসে বেষ্টনরেখায় পরিবেষ্টিত
স্বাধীনতা থেকেও পরাধীনতার খোলসে জীবন
একটা নির্দিষ্ট গন্ডিতে আবর্তিত ।
২৫/০৭/২০১৪ ইংরেজি ।