শরীরে নদীর গন্ধ মেখে
ভাঙ্গা পাড়ে কলসি রেখে
ঢেউ এর চিকচিক আলো দেখে
স্রোতের সাথে করেছ সন্ধি ।
মনের তালা খুলে দিয়ে
তীরের তরি সঙ্গে নিয়ে
পুলকে যাও দার বেয়ে
রঙ্গিন ছবিগুলি হৃদয়ে কর বন্দি ।
পাছে লোকে কে কি ভাবে
তাতে কিবা আসে যাবে ?
কর্ম দিয়ে স্বপ্ন সিঁড়ি বাইতে হবে ভবে
কষ্টের সাথে করে সন্ধি হবে সুখের যুগলবন্ধি ।
কল্যাণপুর, ঢাকা ।
২৭ মে ২০১৪ ইংরেজি ।
রাত০১:২৭ মিনিট ।