টুনটুনি তোর ভাঙ্গা ডেরায় বৃষ্টির ফোটা পড়ে
ছোট ছোট বাচ্চাগুলো ভিজছে ডরে ডরে ।
বর্ষার বারি ভেজাতে আসে বার বার
পাখা দিয়ে ঝাপটিয়ে রাখবি কত আর ?
হালকা পাতলা গড়নে তোর ব্যস্ত ছুটে চলা
লকলকিয়ে কাঁপে নরম তুলতুলে গলা ।
ইচ্ছে হলেই লাফ দিয়ে জাস গাছের ডালে ডালে
ছোট্ট ঐ দেহটা লুকিয়ে নিস পাতার আড়ালে ।
নিত্য নানা ঘটনায় ভারি হচ্ছে বিশ্ব বিভূঁই
এর ভেতরে শান্ত সুন্দর চটপটে এক ক্ষুদ্র প্রাণী তুই ।
ডাল পালাতেই কেটে যায় তোর হরদম দিবানিশি
আলোঝলমল চোখ টলমল হৃদয়ঙ্গম খুশি ।
০৬ আষাড় ১৪২১ বঙ্গাব্দ, ২০ জুন ২০১৪ ইংরেজী,
২১ শাবান ১৪৩৫ হিজরী । বিকেল ০৩: ২৭ মিনিট ।