ব্যস্ত নগরীর ছায়াতলে
আলোঘরের প্রদীপ জ্বলে ।
সারি সারি সাজানো জ্ঞানের ভান্ডার
জ্ঞান পিপাসু কুড়িয়ে নেয়... যার যা দরকার ।
অসচ্ছল ছাত্র ছাত্রীর পাঠের নিরিবিলি স্থান
বন্ধের দিনে যেথায় চলে সভা,আড্ডা আর গান ।
সাদা মনের মানুষের নিরলস প্রচেষ্টায়
আলোঘরের আলো দ্যুতি ছড়ায় ।
ক্ষুদ্র পরিসরে তথ্যপ্রযুক্তির আধুনিক সুযোগে
শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছে টেকনোলজির যুগে ।
উন্মুক্ত আছে দ্বার সকলের তরে
বোধের প্রদীপ সহসা যেন জ্বলে অন্তরে ।
কল্যাণপুর, ঢাকা ।
০৯/০৬/২০১৪ ইংরেজী, ২৬ জৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ,
১০ শাবান ১৪৩৫ হিজরী ।