বিকেল বেলা ... জৈষ্ঠের ক্লান্তি দূরে রেখে
অর্ধ বৃত্ত চাঁদ হাসে নীলের বুকে ।  
কৃষ্ণচূড়ার... কচি পাতার ফাঁকে  
আলো পড়ছে... পথের বাকে ।  

মাটির সুধা গায়ে মেখে
প্রেম পূজারি দিগন্তে দ্যাখে,
প্রকৃতির গায়ে নানান ঢং  
ভালোবাসার কত রঙ ।

সোনালী বিকেলে বেড়ে যায় ভালোলাগা অনুভূতি
নির্মল বায়ুতে পায়চারি... কর্মে ফেরে গতি ।    
নিবিড় শান্ত পরিবেশে... কাটেনা প্রেমের রেশ      
বিকেলের স্নিগ্ধ আলোয় রঙ্গিন বাংলাদেশ ।    


কল্যাণপুর, ঢাকা ।
০৯/০৬/২০১৪ ইংরেজী, ২৬ জৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ, ১০ শাবান ১৪৩৫ হিজরী ।